শনিবার সকাল থেকে মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন। এদিন দফতরে প্রবেশের সময়ে, নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের কোথাও কোনও অশান্তির খবর নেই। ভালোভাবেই ভোট হচ্ছে সর্বত্র।
রাজ্য নির্বাচন কমিশনার জানান, সকাল ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে মোট ৭ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়লে এই ভোটের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছে কমিশন।