সোমবার সকাল থেকে রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এরমধ্যেই রাজ্যসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। টুইট করে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, ডেরেক’ও ব্রায়েন ফের তৃণমূলের পক্ষে রাজ্যসভার ভোটে মনোনয়ন পেতে চলেছেন।
অন্যদিকে, বেশ কয়েক জন নতুন মুখকেও রাজ্যসভায় প্রার্থী করছে তৃণমূল। জানা যাচ্ছে, শামিরুল ইসলাম, প্রকাশ চিক বারিক ও সাকেত গোখেল মনোনয়ন পেতে চলেছেন। জানা যাচ্ছে, মঙ্গলবার তৃণমূলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন।