গ্রাম বাংলায় সবুজ ঝড়ে কার্যত উড়ে গেল বিরোধী শিবির! মঙ্গলবার সকাল থেকে চলছে পঞ্চায়েত ভোটের গণনার পর্ব। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ, তিন ক্ষেত্রেই বিপুল সংখ্যাগড়িষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস।
এদিন সন্ধেয় বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ ‘নো ভোট টু মমতা’ প্রচারকে ‘নাও ভোট ফর মমতা’তে রূপান্তরিত করার জন্য। তৃণমূলে নবজোয়ারে’র বিপুল সাফল্যে আমরা নিশ্চিতভাবে বিপুল সংখ্যাগড়িষ্ঠতা পেতে চলেছি। যা আমাদের লোকসভা ভোটের পথকে আরও মসৃণ করবে।”
এরসঙ্গেই বিরোধীদের বিঁধে অভিষেক লিখেছেন, “বিজেপি, সিপিএম ও কংগ্রেসের সম্মিলিত জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন কুৎসাও ভোটারদের মনে কোনও প্রভাব ফেলতে পারেনি।”