শান্তিপুরের ফুলিয়া বালিকা বিদ্যালয়ের গণনাকেন্দ্রে গিয়ে পুলিশের সঙ্গে বচসার সময়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা যাচ্ছে।
বিজেপি সূত্রে খবর, গণনাকেন্দ্রের ভেতরে ভোট লুঠের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি সাংসদ। ভেতরে প্রবেশের সময়ে জগন্নাথ সরকারকে বাধা দেয় রাজ্য পুলিশ। বচসা-তর্কাতর্কি চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি।