Sambad Samakal

Chhatradhar Mahato: জ্ঞানেশ্বরী কাণ্ডে জামিন ছত্রধরের! কী নির্দেশ হাইকোর্টের?

Jul 11, 2023 @ 6:26 pm
Chhatradhar Mahato: জ্ঞানেশ্বরী কাণ্ডে জামিন ছত্রধরের! কী নির্দেশ হাইকোর্টের?

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নাশকতা কাণ্ডে অবশেষে জামিন পেলেন লালগড়ের জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে।

এদিন এই মামলায় এনআইএ তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক৷ আদালতের পর্যবেক্ষণ, যেহেতু এই মামলায় এখনও বেশ কয়েক জন ফেরার রয়েছে, এছাড়া চার্জশিটও পেশ হয়নি, তাই ছত্রধরকে জেলে আটকে রাখার কোনও মানে হয়না। যদিও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেননা ছত্রধর মাহাত, কারণ আরও বেশ কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related Articles