Sambad Samakal

ED: ইডি কর্তার নিয়োগ বেআইনি! সুপ্রিমকোর্টে বড় ধাক্কা মোদি সরকারের

Jul 11, 2023 @ 4:57 pm
ED: ইডি কর্তার নিয়োগ বেআইনি! সুপ্রিমকোর্টে বড় ধাক্কা মোদি সরকারের

কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্রের নিয়োগ বেআইনি! মঙ্গলবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। ফলে ফের বড়সড় ধাক্কার মুখে পড়ল মোদি সরকার। যদিও আগামী ৩১ জুলাই পর্যন্ত সঞ্জয় কুমার মিশ্রকে নিজের পদে বহাল থাকার সুযোগ দিয়েছে সুপ্রিমকোর্ট।

প্রসঙ্গত, ২০২১ সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছিল, ইডি অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্রের কাজের মেয়াদ আর বাড়ানো যাবেনা। কিন্তু সেই আদেশকে কার্যত বুড়োআঙুল দেখিয়ে ফের মেয়াদ বৃদ্ধি করে তাঁকেই স্বপদে বহাল রেখেছিল কেন্দ্র। এখন দেখার সুপ্রিম নির্দেশের পরে নতুন করে কাকে বসানো হয় ইডি অধিকর্তার পদে।

Related Articles