Sambad Samakal

Governor: ভোট গণনার দিন রাজ্যে ফিরেই ভাঙড়ে রাজ্যপাল! কড়া বার্তা ভোট হিংসা প্রসঙ্গে

Jul 11, 2023 @ 10:11 am
Governor: ভোট গণনার দিন রাজ্যে ফিরেই ভাঙড়ে রাজ্যপাল! কড়া বার্তা ভোট হিংসা প্রসঙ্গে

মঙ্গলবার সকাল থেকে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শুরু হয়েছে পঞ্চায়েত ভোট গণনার কাজ। এদিন সকালেই দিল্লি থেকে দমদম বিমানবন্দরে ফিরে সরাসরি ভাঙড়ে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গণনার দিনের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতেই এই সফর। ভোটের দিনের মতোই এদিনও বিভিন্ন এলাকায় রাজ্যপাল পৌঁছে যাবেন বলে জানা যাচ্ছে।

দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট হিংসা নিয়ে এদিন কড়া বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, “রাজনৈতিক কন্ট্রোলরুম থেকে দুষ্কৃতিদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকের হিংসা আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ক্ষতি করছে। বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে দুষ্কৃতিদের ওপরে লাগাম টানতে হবে।”

Related Articles