Sambad Samakal

Panchayat Election: গণনাকেন্দ্রেই তৃণমূলে নাম লেখালেন সিপিএমের জয়ী প্রার্থী! হতচকিত সকলে

Jul 11, 2023 @ 5:16 pm
Panchayat Election: গণনাকেন্দ্রেই তৃণমূলে নাম লেখালেন সিপিএমের জয়ী প্রার্থী! হতচকিত সকলে

মনোনয়ন জমা দিয়েছিলেন সিপিএমের প্রতীকে, গ্রাম পঞ্চায়েতের ভোটে জিতলেন সিপিএমের প্রতীকে। আর তারপরে গণনাকেন্দ্রেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিপিএম প্রার্থী! আজব এই কাণ্ড ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতে।

সহজপুর এলাকা থেকে গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রতীকে মাত্র ২৩ ভোটে জয়ী হন গীতাদেবী। জয় নিশ্চিত হওয়ার পরে গণনাকেন্দ্রের মধ্যেই ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন সিপিএমের জয়ী প্রার্থী। কার্যত হতচকিত হয়ে যান সকলে। যদিও গীতাদেবীর দাবি, তিনি প্রথম থেকে তৃণমূলই করতেন। মাঝে সিপিএম করলেও ফের নিজের পুরনো দলের হয়েই কাজ করতে চান তিনি। তাই এই দলবদল।

Related Articles