Sambad Samakal

Panchayat Election: ভোট হিংসায় মৃত মাত্র ১০! কী দাবি কমিশনের?

Jul 11, 2023 @ 7:07 pm
Panchayat Election: ভোট হিংসায় মৃত মাত্র ১০! কী দাবি কমিশনের?

রাজ্যে পঞ্চায়েত ভোট হিংসায় মৃত্যু হয়েছে প্রায় ৪০ জনের। কিন্তু মঙ্গলবার গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা দাবি করলেন, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

এদিন গণনা চলাকালীনই কমিশনের দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব সিনহা বলেন, “এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্য পুলিশও সেই তথ্যই দিয়েছে। ভোট হিংসায় ৪০ জনের মৃত্যুর কোনও খবর নেই।”

Related Articles