মঙ্গলবার সকাল থেকে রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের গণনার কাজ শুরু হয়েছে। তবে হাওড়া জেলায় এখনও গণনার কাজ শুরুই হয়নি।
তবে প্রাথমিকভাবে, হাওড়ায় ১৫৭ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৯ টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পয়েছে তৃণমূলের। এছাড়াও, ১৪ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।