গোটা রাজ্যের মতই বীরভূম জেলাতেও সকাল থেকে চলছে পঞ্চায়েতের ভোট গণনার পর্ব। জানা যাচ্ছে, দুবরাজপুরে গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল।
অন্যদিকে, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করা শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডলও জয়ী হলেন। এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন লিপিকা।