গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা যত এগোচ্ছে, ততই আসন সংখ্যা বাড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, মোট ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১ হাজার ২১৮টিতে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে, বিজেপি জিতেছে ২৮৮টি গ্রাম পঞ্চায়েতে, কংগ্রেস জিতেছে ১৩৬টি গ্রাম পঞ্চায়েতে, সিপিএম জিতেছে ১০৯টি গ্রাম পঞ্চায়েতে। আইএসএফ ১৪টি গ্রাম পঞ্চায়েত ও অন্যান্যরা ৪৩টি গ্রাম পঞ্চায়েতে জিতেছে।