পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি চলছেই। এরমধ্যেই হাওড়ার বালিতে গণনাকেন্দ্রের বাইরে নর্দমায় পড়ে থাকতে দেখা গেল গোছা গোছা ব্যালট পেপার! সমস্ত ব্যালটেই সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া রয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিএমের কর্মী-সমর্থকরা। তাদের দাবি, গণনাকেন্দ্রের জানালা থেকে সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ওই ব্যালটগুলি নর্দমায় ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পরে ব্যালটগুলি উদ্ধারে তৃণমূলের এক কাউন্টিং এজেন্ট এলে তাকে বেধড়ক মারধর করেন সিপিএমের কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।