Sambad Samakal

Panchayat Result: ভাঙড়ে নিজের এলাকাতেই হার আরাবুলের! জয়ী জমি কমিটি-আইএসএফ

Jul 11, 2023 @ 2:24 pm
Panchayat Result: ভাঙড়ে নিজের এলাকাতেই হার আরাবুলের! জয়ী জমি কমিটি-আইএসএফ

পঞ্চায়েত ভোটের শুরু থেকেই খবরের শিরোনামে ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। আর সেখানে নিজের এলাকাতেই হেরে গেলেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম! জানা যাচ্ছে, পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে জমি কমিটি ও আইএসএফের জোট। এছাড়াও ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জিতেছে আইএসএফ।

যদিও তৃণমূল নেতা আরাবুল ইসলামের দাবি, ভাঙড় ২ নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯টিতেই জিতেছে তৃণমূল। শুধুমাত্র ১টি পঞ্চায়েত গিয়েছে বিরোধীদের দখলে।

Related Articles