Sambad Samakal

Panchayat Result: হারের ভয়ে ব্যালটে জল-কালি! ধুন্ধুমার কোচবিহারে, আটক তৃণমূল প্রার্থী

Jul 11, 2023 @ 1:08 pm
Panchayat Result: হারের ভয়ে ব্যালটে জল-কালি! ধুন্ধুমার কোচবিহারে, আটক তৃণমূল প্রার্থী

হারের ভয়ে ব্যালট বাক্সে জল-কালি! ধুন্ধুমার কোচবিহার ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্রে! পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের মহিলা প্রার্থী।

জানা যাচ্ছে, ব্যালট পেপার গণনার সময়ে দেখা যায় ১০০টি ভোটের মধ্যে ৯৮টি পেয়েছে বিজেপি। এরপরেই বিজেপির বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে ব্যালট বাক্সে জল ও কালি ছিটিয়ে দেন তৃণমূল প্রার্থী। তুমুল উত্তেজনার মধ্যে ওই প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

Related Articles