Sambad Samakal

Panchayat Result: দুপুর ২.৩০ পর্যন্ত কত আসনে এগিয়ে তৃণমূল? বিরোধীদের অবস্থান কী?

Jul 11, 2023 @ 2:50 pm
Panchayat Result: দুপুর ২.৩০ পর্যন্ত কত আসনে এগিয়ে তৃণমূল? বিরোধীদের অবস্থান কী?

মঙ্গলবার সকাল থেকেই চলছে পঞ্চায়েত ভোটের গণনার কাজ। দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট ১ হাজার ২৫৪টি পঞ্চায়েতে জয়ী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে, বিজেপি ২৮৮, সিপিএম ১১০, কংগ্রেস ১৩৭, আইএসএফ ১৪ ও অন্যান্যরা ৪৩ পঞ্চায়েতে জয় পেয়েছে। ১টি পঞ্চায়েত এখনও ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে।

Related Articles