Sambad Samakal

Panchayat Result: ৩৪১ পঞ্চায়েত সমিতির মধ্যে কতটা এগিয়ে তৃণমূল? বিরোধীদের ঝুলিতে কটা আসন?

Jul 11, 2023 @ 6:00 pm
Panchayat Result: ৩৪১ পঞ্চায়েত সমিতির মধ্যে কতটা এগিয়ে তৃণমূল? বিরোধীদের ঝুলিতে কটা আসন?

সকাল থেকে চলছে পঞ্চায়েতের ভোট গণনার কাজ। বেলা গড়াতেই ধীরে ধীরে গ্রাম পঞ্চায়েতের পরে পঞ্চায়েত সমিতির ফলাফল আসতে শুরু করেছে। রাজ্যের মোট ৩৪১টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে বিকেল ৫.৩০ পর্যন্ত ৭০টির ফলাফল প্রকাশিত হয়েছে।

মোট ৫৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ৯টি আসনে জয় পেয়েছে। বামফ্রন্ট মোট ২টো আসনে জয় পেয়েছে। কংগ্রেস, আইএসএফ এখনও পঞ্চায়েত সমিতিতে খাতা খুলতে পারেনি।

Related Articles