পঞ্চায়েত ভোট গণনার সকাল থেকেই ফের বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে বিভিন্ন জেলা থেকে। গণনাকেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সশস্ত্র জওয়ানরা। অভিযোগ, বীরভূমের নানুরে সিপিএম কর্মীদের গণনাকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এমনকী মারধরও করা হয়েছে। অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনার আমডাঙায় গণনাকেন্দ্রে যাওয়ার সময়ে সিপিএমের প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবারে ফকিরচাঁদ কলেজের গণনাকেন্দ্রের সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে। বিরোধী দলের এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এছাড়াও ভাঙড়ের পোলেরহাট ২ পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর পরিমাণে তাজা বোমাও উদ্ধার হয়েছে।