মঙ্গলবার সকাল ৮টা থেকে জেলায় জেলায় শুরু হয়েছে পঞ্চায়েত ভোট গণনার কাজ। মোট ৩৩৯টি গণনাকেন্দ্রের দায়িত্বে রয়েছে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এছাড়াও রয়েছেন রাজ্য পুলিশ বাহিনীও। মোট ভোটকক্ষের সংখ্যা রয়েছে, ৩ হাজার ৫৯৪টি।
জানা যাচ্ছে, প্রথমে গণনা হবে গ্রাম পঞ্চায়েতের। এরপরে পঞ্চায়েত সমিতি ও সবশেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। শেষপর্যন্ত গ্রাম বাংলার মানুষের মন কারা পাবে? সেই দিকেই নজর রয়েছে সকলের।