পঞ্চায়েত ভোটের গণনার কাজ শুরু হয়েছে সকাল থেকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৮১টিতে জয় পেয়েছে শাসক দল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনায় সবথেকে বেশি ৬০টি গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে শাসক দল। উত্তর চব্বিশ পরগনায় ২০টি গ্রাম পঞ্চায়েত ও বীরভূমের ৪২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গিয়েছে।
অন্যদিকে, গোটা রাজ্যে মেট ৩৪১টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ২৮টিতেই জয় পেয়েছে তৃণমূল। তবে ২০টি জেলা পরিষদে সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সবশেষে জানা যাবে এর ফলাফল।