মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া পঞ্চায়েত ভোট গণনায় ইতিমধ্যেই বিরোধীদের থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ২০১৮ সালের মতই বিপুল পরিমাণে জয়ের পথেই এগোচ্ছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে এদিন কিছুটা তাল কাটলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন দুপুরে আলিপুর আদালতে প্রবেশের সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলেন, “এই জয় মা-মাটি-মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।” ক’য়েক ঘণ্টা পরে আদালত থেকে বেরোনোর পথে তিনি বলেন, “মা-মাটি-মানুষের জয় মৃত্যুহীন হলেই ভালো হত।”
প্রসঙ্গত, শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের দিন মৃত্যু হয়েছিল ১৯ জনের। এখনও পর্যন্ত ভোট হিংসায় প্রায় ৪০ জন মানুষের প্রাণ গিয়েছে। এনিয়ে লাগাতার সরব রয়েছে বিরোধীরা। আর এপ্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।