বুধবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী ২১ জুলাই ‘শ্রদ্ধা দিবস’ পালনের আহ্বাম রাখলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরসঙ্গেই রাজ্যজুড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখারও আবেদন জানান তিনি।
এদিন মমতা বলেন, “যে সমস্ত মানুষ মারা গিয়েছেন, তাঁদের স্মরণে এবারের ২১ জুলাই বিজয়োৎসব নয়, আমরা শ্রদ্ধা দিবস হিসেবে পালন করব। আমি সকলের কাছে আবেদন করব, রাজ্যজুড়ে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখুন। দয়া করে বিজেপির কোনও প্ররোচনায় কেউ পা দেবেননা।”।
এরসঙ্গেই মমতা আরও বলেন, “আমি বিরোধীদের কাছে আবেদন করব, হারটা মেনে নিন। মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এখনও চেষ্টা চলছে! প্রথম থেকেই ওরা চাইছিল না যে নির্বাচনটা হোক! এই করে কত দিন দেরি করে দিল।”