পঞ্চায়েতে মনোনয়ন পর্বের শুরু থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। মঙ্গলবার রাতে ভোট গণনা শেষের পরেও গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩ জনে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ জন পুলিশকর্মী। এই পরিস্থিতিতে ভাঙড়ের অশান্তি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিকেলে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা প্রশ্ন তোলেন, ভাঙড়ে এত অশান্তি ছড়াল কীভাবে? কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে অতিরিক্ত পুলিশ সুপার গুলিবিদ্ধ হলেন? কেন গণনাকেন্দ্রের বাইরে এত মানুষের জমায়েত বরদাস্ত করা হল?
এদিন মমতা বলেন, “ভাঙড়ে’তো আমরা জিতিনি। আরাবুল হেরে গিয়েছে। ওরটা আসলে হার ছিলনা, কিন্তু আমরা’তো কিছু বলিনি। ওখানে মহাঘোঁট হয়েছে। পাওয়ার গ্রিড বসানোর সময় থেকে ওখানে অশান্তি হচ্ছে। কে বা কারা এর পেছনে রয়েছে সবাই জানে৷ যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া অ্যাকশান নেবে৷ পুলিশকে ফ্রিহ্যান্ড দেওয়া হয়েছে।”