Sambad Samakal

Mamata: পঞ্চায়েতে বিক্ষিপ্ত হিংসায় মৃত ১৯! ক্ষতিপূরণ-চাকরির কথা ঘোষণা করে কী বললেন মমতা?

Jul 12, 2023 @ 5:59 pm
Mamata: পঞ্চায়েতে বিক্ষিপ্ত হিংসায় মৃত ১৯! ক্ষতিপূরণ-চাকরির কথা ঘোষণা করে কী বললেন মমতা?

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিরোধীরা খুন-সন্ত্রাসের অভিযোগ তুলেছে। বুধবার বিকেলে নবান্ন থেকে এবিষয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, “আমরা কী অপরাধ করেছি! বিরোধী থাকাকালীন শুধু মার খেয়েছি। রাজ্যজুড়ে ৯০ শতাংশ যায়গায় ভালো ভোট হয়েছে। ১০ শতাংশ যায়গায় হয়’তো সমস্যা হয়েছে। আমি পুলিশকে ফ্রিহ্যান্ড দিয়েছি। অ্যাকশান নেওয়া হবে। যে যেখানে অন্যায় করেছে, ব্যবস্থা নেওয়া হবে। আমি সারাজীবন শান্তির জন্য কলম ধরেছি। নবজোয়ারে শান্তির বার্তা না দিলে আরও অশান্তি হতে পারত। আমি কোনও অন্যায় করে থাকলে শাস্তি দিন। কিন্তু দয়া করে বাংলা মা’কে অপমান করবেন না। বিরোধীরা সমালোচনা-কুৎসা করে আমাদের শক্তি বাড়িয়েছেন, এজন্য ধন্যবাদ।”

এরসঙ্গেই এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “বিক্ষিপ্ত হিংসায় রাজ্যজুড়ে ১৯ জন মারা গিয়েছেন। আমি দুঃখিত। তার মধ্যে আমার দলের লোকই বেশি। তাও কোনও ভেদাভেদ না করে সকলের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও এক জন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।”

Related Articles