পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বের শুরু থেকেই অশান্ত হয়ে উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। মঙ্গলবার রাতে জেলা পরিষদের ভোট গণনার সময়ে উত্তপ্ত হয়ে ওঠে কাঁঠালিয়া স্কুল চত্বর। সেই সময়েই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ৩ জনের! যাঁদের মধ্যে ২ জন আইএসএফ কর্মী ও ১ জন সাধারণ মানুষ রয়েছে বলে খবর স্থানীয় সূত্রে। এছাড়াও গতরাতে গুলিবিদ্ধ হয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ও তাঁর দেহরক্ষীও।
জানা যাচ্ছে, কলাডাঙার বাসিন্দা বছর ২৬-এর আইএসএফ কর্মী হাসান আলির মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ অবস্থায়। এছাড়াও নিহত হয়েছেন রেজাউল গাজি নামের আরও এক আইএসএফ কর্মী। অন্যদিকে, বছর ৩৫-এর যুবক রাজু মোল্লা নামের এক সাধারণ ব্যক্তিরও গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশকর্মীর বুধবার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।