Sambad Samakal

Panchayat Election: জেলা পরিষদে নিরঙ্কুশ জয় তৃণমূলের, কী ফল গ্রাম পঞ্চায়েতে?

Jul 12, 2023 @ 11:55 am
Panchayat Election: জেলা পরিষদে নিরঙ্কুশ জয় তৃণমূলের, কী ফল গ্রাম পঞ্চায়েতে?

জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগড়িষ্ঠতা তৃণমূল কংগ্রেসের! বুধবার সকালে শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ২০টি জেলা পরিষদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ঘাসফুল শিবির। মোট ২৪৯ পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল। এছাড়াও মোট ২ হাজার ৬২৮টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে রাজ্যের শাসক দল।

অন্যদিকে, বিজেপি ২১২টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে। ৮টি পঞ্চায়েত সমিতি গিয়েছে গেরুয়া শিবিরের ঝুলিতে। ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে ২৬৩টি গ্রাম পঞ্চায়েত। ৪টি পঞ্চায়েত সমিতিও ত্রিশঙ্কু হয়েছে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী।

Related Articles