পঞ্চায়েত ভোট গণনার পরেও হিংসা যেন কিছুতেই থামছে না। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে খুন হয়ে গেলেন এক তৃণমূল কর্মী! অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের দিকে।
জানা যাচ্ছে, মৃত তৃণমূল কর্মীর নাম বিপ্লব হালদার। রায়দিঘির চাঁদপাশা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে তাঁর বুথে হেরে যায় তৃণমূল। মঙ্গলবার রাতে এলাকারই কয়েকজন ব্যক্তি বিপ্লবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ভোররাতে মাঠে ওই তৃণমূল কর্মীর নিথর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই তৃণমূল কংগ্রেস কর্মী বিপ্লব হালদারকে খুন করেছে।