গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর তাঁর অনুপস্থিতিতেও বীরভূমে একচেটিয়া দাপট অব্যাহত রেখেছে ঘাসফুল শিবির। জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৫১টিতেই জিতেছে তৃণমূল। তিহাড়ে বসেই সেই খবর পেয়েছেন অনুব্রত। দলের সাফল্যে কার্যত উচ্ছ্বসিত কেষ্ট।
বুধবার ভার্চুয়ালি আদালতে পেশ করা হয় তাঁকে। তখনই অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, জেলে বসেই জেলায় পঞ্চায়েত নির্বাচনের খবর নিয়েছেন তিনি। দলের সাফল্যে অত্যন্ত খুশি তিনি।