Sambad Samakal

Panchayat Poll Result: পঞ্চায়েত ফলাফলের সর্বশেষ পরিস্থিতি কী? কতটা এগিয়ে তৃণমূল? কত আসনে জয়ী বিরোধীরা?

Jul 12, 2023 @ 12:35 pm
Panchayat Poll Result: পঞ্চায়েত ফলাফলের সর্বশেষ পরিস্থিতি কী? কতটা এগিয়ে তৃণমূল? কত আসনে জয়ী বিরোধীরা?

মঙ্গলবার সকাল থেকে গণনা শুরু হলেও এখনও চলছে পঞ্চায়েত ফলাফল প্রকাশের কাজ। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এখনও। বুধবার সকাল সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৪২ হাজার ৮২৫টি গ্রাম পঞ্চায়েত আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে ৯ হাজার ৫৭০টি আসন। বামেরা পেয়েছে ৩ হাজার ৬৪টি আসন ও কংগ্রেস পেয়েছে ২ হাজার ৪৬৬টি আসন। আইএসএফ ও অন্যান্যরা মোট ২ হাজার ৮৫৬টি আসনে জয়ী হয়েছে। মোট ৬৩ হাজার ২২৯টি আসনের মধ্যে ৬০ হাজার ৭৮১টি আসনের গণনা সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, পঞ্চায়েত সমিতিতে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৬ হাজার ৮৬৭টি আসনে জয় পেয়েছ ঘাসফুল শিবির। বিজেপি জিতেছে ১ হাজার ২১টি আসনে৷ বামেরা জিতেছে ১৮৫টি ও কংগ্রেস জিতেছে ২৬৫টি আসনে। আইএসএফ ও অন্যান্যরা জিতেছে ৩১৭টি আসনে। মোট ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ৮ হাজার ৬৫৫টির ফলাফল প্রকাশিত হয়েছে।

তবে জেলা পরিষদের ক্ষেত্রে গণনা সম্পন্ন হয়েছে। রাজ্যের মোট ২০টি জেলা পরিষদের মধ্যে ২০টিই জয় করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাম-কংগ্রেস-বিজেপি এক্ষেত্রে খাতা খুলতে পারেনি।

Related Articles