পঞ্চায়েত নির্বাচনে এককভাবে বিপুল সংখ্যাগড়িষ্ঠতা লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও নিজেদের দাপট অব্যাহত রেখেছে ঘাসফুল শিবির।
শেষপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ৩৯টি পেয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি পেয়েছে ১৩টি আসন। খোদ শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল করেছে বিজেপি। নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির ভোটের ফল টাই হয়েছে। মোট ১৫টি করে আসন জিতেছে তৃণমূল ও বিজেপি।