গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, সেলুলাইটিসের চিকিৎসার জন্য সপ্তাহখানেক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপরে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই শারীরিক অবস্থার অবনতি হয়। পর্যবেক্ষণের জন্য রাখা হয় আইসিইউ’তে।
পরিবার সূত্রে খবর, মাধবী মুখোপাধ্যায়ের পায়ে র্যাশের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন পরীক্ষা-নীরিক্ষার পরে গুরুতর সংক্রমণের কথা জানান চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন মাধবী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার একাধিক শারীরিক পরীক্ষা হওয়ার কথা রয়েঢ়ে। এরপরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন আদৌ তাঁকে হাসপাতালে রাখা হবে নাকি বাড়িতেই চিকিৎসা চলবে।