Sambad Samakal

Delhi Flood: যমুনার জলে বানভাসি দিল্লি! বিপর্যস্ত জনজীবন, শাহ’কে চিঠি কেজরিওয়ালের

Jul 13, 2023 @ 10:09 am
Delhi Flood: যমুনার জলে বানভাসি দিল্লি! বিপর্যস্ত জনজীবন, শাহ’কে চিঠি কেজরিওয়ালের

আশঙ্কা ছিল দিন কয়েক ধরেই। এবার সেই আশঙ্কাকে সত্যি করে যমুনা নদীর জলে কার্যত বানভাসি হল রাজধানী নয়া দিল্লি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন সহ বিভিন্ন এলাকায় জল ঢুকে গিয়েছে। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। পুরনো দিল্লির নীচু এলাকাগুলোতে চরম জল-যন্ত্রণার শিকার হচ্ছেন আম জনতা।

জানা যাচ্ছে, যমুনা নদীর জলস্তর রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বুধবার পর্যন্ত জলসীমা বেড়ে হয়েছিল ২০৭.৫৫ মিটার। ৭৮ সালের বন্যার সময়েও যমুনার জলস্তর এতটা ভয়াবহ ভাবে বাড়েনি। পরিস্থিতি সামাল দিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যৌথভাবে বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন।

Related Articles