জাঙ্গিপাড়ায় পঞ্চায়েতের ব্যালট প্রকাশ্যে চলে আসার মামলায় বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শোনালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। টাকার জন্যই কি পঞ্চায়েত ভোটে এই ধরনের মারাত্মক হানাহানি? প্রশ্ন তুললেন বিচারপতি সিনহা।
এদিন জাঙ্গিপাড়ার নির্বাচনী রিটার্নিং অফিসার তথা বিডিওর কাছে ব্যালট পেপার প্রকাশ্যে আসা নিয়ে সরাসরি প্রশ্ন করেন বিচারপতি সিনহা। পাল্টা এই ঘটনায় দায় ওই বুথের প্রিসাইডিং অফিসারের ওপরেই চাপান রিটার্নিং অফিসার। আগামী ২০ জুলাইয়ের মধ্যে রিটার্নিং অফিসারের বক্তব্য লিখিত হলফনামার আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহা মন্তব্য করেন, “পঞ্চায়েত ভোট ঘিরে এত হিংসা কেন? টাকার জন্যই কি এই হানাহানি? যারা জিতবেন আগামী ৫ বছরের জন্য তাদের রোজগারের বন্দোবস্ত হবে! সেই জন্যই এত রক্তপাতের ঘটনা!”