পঞ্চায়েত ভোটের কাজে গিয়ে মৃত্যু হল এক জন প্রিসাইডিং অফিসারের! সরাসরি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতের পরিবার ও যৌথ সাংগ্রামী মঞ্চ। জানা যাচ্ছে, নদিয়ার করিমপুর ১ ব্লকের রিজার্ভ প্রিসাইডিং অফিসার ছিলেন পেশায় স্কুল শিক্ষক রেবতীমোহন বিশ্বাস। অভিযোগ, একপ্রকার জোর করেই নিরাপত্তা ছাড়া তাঁকে ভোট করতে পাঠানো হয় বুথে।
নির্বাচনের দিন বুথের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। বুধবার রাতে হাসপাতালে মৃত্যু হয় রেবতীমোহনের৷ পরিবারের সদস্যদের অভিযোগ, জোর করে নির্বাচনের কাজ করানে হয়েছিল তাঁকে দিয়ে। চাপ নিতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এমনকী ভোটের দিন সঠিক চিকিৎসা না পাওয়ারও অভিযোগও তোলা হয়েছে। এই ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে রাজ্য সরকারি কর্মচারিদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চও।