পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর দড়ি টানাটানির মধ্যেই এবার রাজভবনে হাজির হলেন বিএসএফের স্পেশাল ডিজি। বৃহস্পতিবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রিপোর্ট দিয়েছেন বিএসএফের স্পেশাল ডিজি, এমনটাই খবর রাজভবন সূত্রে।
এছাড়াও ভোট পরবর্তী সময়ে হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীকে কোথায়, কীভাবে ব্যবহার করা হবে, সেই নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, বিএসএফের পক্ষ থেকে আগেই অভিযোগ তোলা হয়েছিল যে, কমিশনের কাছে বারংবার স্পর্শকাতর বুথের তালিকা চাইলেও, তা পাওয়া যায়নি। সেই সমস্ত তথ্য কেন্দ্রীয় বাহিনীর তরফে কলকাতা হাইকোর্টেও তুলে ধরা হবে বলে খবর।