Sambad Samakal

Panchayat Poll: পঞ্চায়েতে তৃণমূলের পক্ষে ৫১ শতাংশ ভোট, বিরোধীদের ঝুলিতে কত?

Jul 13, 2023 @ 1:20 pm
Panchayat Poll: পঞ্চায়েতে তৃণমূলের পক্ষে ৫১ শতাংশ ভোট, বিরোধীদের ঝুলিতে কত?

পঞ্চায়েত ভোটে গ্রাম বাংলার মানুষের বিপুল সমর্থন পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে মোট ৫১.১৪ শতাংশ ভোট পেয়েছে ঘাসফুল শিবির। মোট ২ হাজার ৬৩৪টি গ্রাম পঞ্চায়েত, ২৪২টি পঞ্চায়েত সমিতি ও ২০টি জেলা পরিষদই দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পেয়েছে ২২.৮৮ শতাংশ ভোট। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় যা প্রায় ১৫ শতাংশ কম। তবে আসনের নিরিখে তৃণমূলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে গেরুয়া শিবির।

এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ১২.৫৬ শতাংশ ভোট পেয়েছে সিপিএম। তাদের জোটসঙ্গী কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৬.৪২ শতাংশ ভোট। এরসঙ্গে আইএসএফের ভোট যোগ করলে মোট ২১ শতাংশ হবে। শেষ বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে দেখা যাবে প্রায় ১১ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের।

Related Articles