ভোট পরবর্তী হিংসা রুখতে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে আরও ১০ দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী। যে কোনও হিংসাত্মক ঘটনার খবর পেলে এবার নিজেরাই পদক্ষেপ করবে বাহিনী! সংশ্লিষ্ট জেলা পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করবেনা। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বিএসএফের আইজি।
জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর কাছে সরাসরি যে কোনও হিংসার অভিযোগ জানানো যাবে। সেক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করবে বাহিনীর সদস্যরা। রাজ্য সরকারকে প্রয়োজনীয় তথ্য জানালেও পুলিশের অনুমতির জন্য অপেক্ষা করা হবেনা।
আর কেন্দ্রীয় বাহিনীর এই সিদ্ধান্তের ঘোষণার পরেই নড়েচড়ে বসেছে নবান্ন। সাধারণভাবে আইন-শৃঙ্খলা রক্ষার ভার রাজ্য সরকারের অধীন। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী ভোট পরবর্তী হিংসা রুখতে পদক্ষেপ করছে। এতে রাজ্যের আপত্তির কোনও স্থান নেই। নবান্নের পক্ষে সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর মুভমেন্টের ওপরে কড়া নজরদারি রাখতে হবে। স্পর্শকাতর এলাকাগুলোতে অশান্তির অপেক্ষা না করে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে।