পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথ ও হুগলির সিঙ্গুরের ১টি বুথে ফের নির্বাচন হবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বুথগুলিতে ভোট গণনার সময়ে ব্যালট পেপার ছিনতাই বা নষ্ট করার অভিযোগ উঠেছিল। সিসিটিভি ফুটেজ সেই প্রমাণ পাওয়া গিয়েছে। তাই পুনরায় নির্বাচন করা হবে। তবে কবে সেই নির্বাচন হবে, তা এখনও নির্দিষ্ট করে জানায়নি রাজ্য নির্বাচন কমিশন।