শেষ ত্রৈমাসিকে খুচরো বাজারে মুদ্রাস্ফীতি রেকর্ড ছুঁয়েছে। এই পরিস্থিতিতে বাজারে সমস্ত খাদ্যশস্য, শাক-সবজি-আনাজের দাম বাড়ছে। বর্ষা, অতিবৃষ্টি, বন্যার জেরে খুচরো বাজারে সবকিছুরই দাম আগুন। এই পরিস্থিতিতে দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে, বিদেশে চাল রফতানি নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র!
জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আপাতত বিদেশে বাসমতি চাল ছাড়া অন্য কোনও চাল রফতানি করা যাবেনা। বিশেষজ্ঞদের মতে, এর ফলে দেশীয় বাজারে চালের সঙ্কট তৈরি হবে না, দামও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তবে ভারতের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে চালের দাম এক ধাক্কায় কয়েক গুণ বাড়বে বলে মনে করা হচ্ছে।