পঞ্চায়েত ভোটে বিজেপির ভরাডুবির দায় নিয়ে বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়ান শুভেন্দু অধিকারী। বঙ্গ বিজেপির অন্দরেই উঠল এমন দাবি। সূত্রের খবর, শুভেন্দুর অপসারণ চেয়ে বঙ্গ বিজেপির একাংশ এবার চিঠিও পাঠাতে চলেছেন অমিত শাহর কাছে। বঙ্গ বিজেপির আদি কর্মী এবং সঙ্ঘ ঘনিষ্ঠদের দাবি, রাজ্যের পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবিরের এই বিপর্যয়ের নৈতিক দায় শুভেন্দুরই।
রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৬০ এর বেশি। রয়েছেন ১৭ জন সাংসদ এবং ৪ জন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু তারপরেও ১টি জেলা পরিষদেও পদ্ম ফোটেনি। এমনকী ৯টি জেলা পরিষদে বিজেপি খাতাই খুলতে পারেনি। পঞ্চায়েত সমিতি দখল করেছে মাত্র ৬টি। বিক্ষুব্ধদের যুক্তি, এই বিপর্যয় হয়েছে শুধুমাত্র শুভেন্দুর বিভেদকামী নীতির জন্য। তাঁদের অভিযোগ, পদে পদে সংখ্যালঘুদের অপমান করে চলেছেন শুভেন্দু অধিকারী, সব সময়ই নিজেকে তিনি দলের উর্ধ্বে তুলে ধরার চেষ্টা করছেন। আর সেই সঙ্গে দলের আদর্শ, দলের নীতি, এমনকী তৃণমূল সরকারের ব্যার্থতার কথা না বলে শুধু পিসি-ভাইপোকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে চলেছেন। ভাবটা এমন, যেন বাংলায় তিনিই বিজেপির কাণ্ডারি, মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী। পাশাপাশি আদি বিজেপির নেতা কর্মীদের ব্রাত্য করে রেখে শুভেন্দু শুধুমাত্র নিজের অনুগামীদের বিভিন্ন পদ পাইয়ে দেওয়ার রাজনীতি করছেন। এবং এর ফলেও দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তাঁদের দাবি। শুভেন্দুর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির ওই অংশ। তাঁদের প্রশ্ন, যেখানে শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরেই বিজেপির শোচনীয় বিপর্যয় হয়, সেখানে তাঁর রাজ্যের বিরোধী দলনেতার পদে থাকার যোগ্যতা আদৌ আছে কি? আর সেই কারণেই এবার শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর দাবি তুলেছেন বাংলার আদি ও সংঘ ঘনিষ্ঠ বিজেপি নেতা-কর্মীরা।