Sambad Samakal

Abhisek Banerjee: ভোট হিংসায় আহতদের পাশে অভিষেক, বিচার ব্যবস্থার একাংশের বিরুদ্ধে বিস্ফোরক কী বললেন?

Jul 14, 2023 @ 11:04 pm
Abhisek Banerjee: ভোট হিংসায় আহতদের পাশে অভিষেক, বিচার ব্যবস্থার একাংশের বিরুদ্ধে বিস্ফোরক কী বললেন?

পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় রাজ্যে যাঁরা বলি হয়েছেন, তাঁদের সিংহভাগ তৃণমূল কর্মী। আহত অবস্থায় চিকিৎসাধীন এখনও বহু। কিন্তু তারপরেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। আর এর জন্য বিচার ব্যবস্থার একাংশকেই দায়ী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এসেসকেএম হাসপাতালে ভর্তি থাকা নন্দীগ্রামের জখম তৃণমূল কর্মীদের দেখতে যান অভিষেক। তারপরই হাসপাতালের বাইরে ক্ষোভ উগড়ে দেন তিনি।

অভিষেক এদিন হাসপাতালে ভর্তি থাকা ১৪ জন তৃণমূল কর্মীর সঙ্গে আলাদা করে কথা বলেন। দেখা করেন ভোট পরবর্তী হিংসায় গুরুতর জখম তৃণমূলের তমলুক টাউন সভাপতি চঞ্চল খাঁড়ার সঙ্গেও।

এরপরই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। অভিযুক্তদের মদত দেওয়ার অভিযোগ এনে দুষলেন বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধেও। বলেন, ”বিজেপিকে হৃষ্টপুষ্ট করতে বিচারপতিদের একাংশ কাজ করছেন। দরকার হলে আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করুন, এসব বলছি বলে। তবু আমি সাদাকে সাদা, কালোকে কালো বলব।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ”আমি ২০ জন অভিযুক্তের তালিকা নিয়ে যাচ্ছি এখান থেকে। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। এখন প্রশ্ন হল, পুলিশ কেন তাঁদের ধরছে না? যারা এধরনের কাজের সঙ্গে যুক্ত, আইন না মেনে লাগাতার কাজ করে চলেছে, তারা তো বিজেপি করে। হাই কোর্টের রক্ষাকবচ রয়েছে তাঁদের সঙ্গে। আদালত কেন তাঁদের রক্ষাকবচ দিয়ে চলেছে, আমি জানি না। বিজেপির মতো একটা দলকে হৃষ্টপুষ্ট করতে বিচারপতিদের একাংশ যোগসাজশ করে কাজ করছেন। আমাদের তো রক্ষাকবচ দেওয়া হয় না।”

Related Articles