Sambad Samakal

Delhi Flood: যমুনায় হাবুডুবু দিল্লি! লালকেল্লা পেরিয়ে বানভাসি সুপ্রিম কোর্টও?

Jul 14, 2023 @ 12:06 pm
Delhi Flood: যমুনায় হাবুডুবু দিল্লি! লালকেল্লা পেরিয়ে বানভাসি সুপ্রিম কোর্টও?

যমুনার জলস্তর উপচে বানভাসি রাজধানীর রাজপথ। ভেসেছে লালকেল্লা। এবার সেই জলে ডুবতে চলেছে সুপ্রিম কোর্ট চত্বরও। ঘটনায় উদ্বেগ দিল্লি প্রশাসন।

দিল্লি সরকার জানিয়েছে, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের একটি যন্ত্রাংশ বিকল হয়ে গিয়েছে। সেই কারণেই যমুনার জল নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। জল শহরের দিকে বয়ে যাচ্ছে। তবে আশার কথা, দিল্লির সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিক এবং সংখ্যক কর্মী জলের প্রবাহ বন্ধ করার জন্য ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন বলে জানিয়েছে কেজরিওয়াল সরকার। পাশাপাশি যমুনার জলস্তর বেড়ে যাওয়ায় ওয়াজ়িরাবাদ, চন্দ্রওয়াল এবং ওখলা জল শোধনাগারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আপদকালীন পরিস্থিতিতে দিল্লির কিছু এলাকায় পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হতে পারে বলেও জানিয়েছে প্রশাসন।

বৃষ্টিতে যমুনার জলস্তর বেড়ে প্লাবিত দিল্লির বহু এলাকা। ভেসে গিয়েছে দিল্লির বহু বাড়িঘর, বাজার, রাস্তাঘাট, পর্যটনস্থল। অবরুদ্ধ হয়ে পড়েছে জনজীবন। রাজধানীর কোথাও কোমরজল, কোথাও আবার জল ছুঁয়েছে বুক। বন্ধ যানচলাচল। এমনকি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাসভবনের এলাকাতেও ঢুকে পড়েছে জল। শহরের নানা প্রান্তে দুর্যোগ কবলিতদের উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। এই অবস্থায় ১৬ জুলাই পর্যন্ত রাজধানীর সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। বেসরকারি সংস্থাগুলিতে বাড়ি থেকে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফ্রান্স সফরে গেলেও সেখান থেকেই রাজধানীর বন্যা পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Related Articles