কয়েক সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পর শুক্রবার হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। গত ২১ জুন পায়ে সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শুক্রবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অভিনেত্রীর ত্বকের যে সমস্ত সমস্যা দেখা দিয়েছিল, তা পুরোপুরি সেরে গিয়েছে। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।
হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর। স্বাভাবিক ভাবেই সেই খবরে উদ্বেগ ছড়িয়েছিল তাঁর অনুরাগী মহলে। পরিবারের সূত্রে খবর, মাধবী মুখোপাধ্যায়ের দুই পায়ে ব়্যাশ বেরিয়েছিল। সেই থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। ড. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের নেতৃত্বে এক মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তাঁর।