পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনায় মৃতের তালিকা আরও বাড়ল। ভোটের দিন আহত আর এক তৃণমূল কর্মীর মৃত্যু হল শুক্রবার সকালে। এদিন কলকাতার এনআরএস হাসপাতালে জঙ্গিপুরের ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়।
গত ৮ জুলাই ভোট চলাকালীন জঙ্গিপুরে দুষ্কৃতীদের হামলায় আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের স্থানান্তরিত করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই এদিন সকালে মৃত্যু হয়েছে একজনের।