পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভাঙড়ে মৃত্যুর সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। শনিবার সকালে কলকাতার হাসপাতালে মৃত্যু হল কাঁঠালিয়া এলাকার ১ তৃণমূল কর্মীর। অভিযোগ, বিগত ৭ জুলাই, ভোটের আগের দিন মৃত তৃণমূল কর্মী শেখ মোসলেমকে রাস্তায় বেধড়ক মারধর করে আইএসএফ কর্মীরা।
সেই সময় থেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিন ভোরে মৃত্যু হয় তৃণমূল কর্মী শেখ মোসলেমের। এই খুনের ঘটনায় সরাসরি আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে বেছে বেছে তৃণমূল কর্মীদের হত্যা করা হচ্ছে। অবিলম্বে নওশাদ সিদ্দিকির গ্রেফতারির দাবি তুলেছেন তিনি।