শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বর্ষার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার জেরে হওয়া অস্বস্তিকর গরমের অনুভূতি খানিকটা হলেও কমবে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।