পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে গ্রাম বাংলা। আর তার সবথেকে বেশি আঁচ এসে বোধহয় লেগেছে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে। প্রাইমারি থেকে উচ্চমাধ্যমিক স্তরের সরকারি স্কুলগুলি ভোট তাণ্ডবের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আগেই মনে করা হচ্ছিল। এবার সেই পরিসংখ্যান এসে পৌঁছল নবান্নে। সূত্রের খবর, প্রায় ২০০-র বেশি সরকারি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে ভোট অশান্তির জেরে।
গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই ১৩৫ টি স্কুলে ভাঙচুর হয়েছে বলে রিপোর্ট পাঠানো হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ২৮টি স্কুল, মালদহে ২০টি, কোচবিহারে ১০টি ও হাওড়ার বেশ কিছু স্কুলে ভাঙচুর হয়েছে বলে জানা যাচ্ছে। কোথায়ও ভাঙা হয়েছে স্কুলের জানালা-দরজা। কোথায় ভাঙচুর হয়েছে লাইট, পাখা, বেঞ্চ, টেবিল। এমনকী তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি স্কুলের শৌচাগারও!
স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে নবান্নকে জানানো হয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী মোট ৩৬ লক্ষ ৫৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও ভোটগ্রহণ কেন্দ্রে ভোটের সময়ে ক্ষয়ক্ষতি হলে, দ্রুত সেই ক্ষতিপূরণ দেওয়া হয়। সেই অনুযায়ীই তালিকা পাঠানো হয়েছে নবান্নে। যতদ্রুত সম্ভব ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে।