Sambad Samakal

TMC: ভোটের পরেও থামছেনা অশান্তি! বিষ্ণুপুর-বাসন্তীতে তৃণমূল কর্মীকে গুলি

Jul 15, 2023 @ 1:31 pm
TMC: ভোটের পরেও থামছেনা অশান্তি! বিষ্ণুপুর-বাসন্তীতে তৃণমূল কর্মীকে গুলি

রাজ্যের পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশিত হয়ে যাওয়ার পরেও অশান্তি যেন কিছুতেই থামছে। না ভাঙড়-ক্যানিংয়ের পরে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর ও বাসন্তীতে দু’জন তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। বিষ্ণুপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু হলেও, অল্পের জন্য প্রাণে বেঁচে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাসন্তীর কর্মী।

জানা যাচ্ছে, বিষ্ণুপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত তৃণমূল কর্মীর নাম প্রলয় মণ্ডল। শুক্রবার সন্ধেয় তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থকে গুলি করা হয়। এরপরে শনিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় প্রলয়ের।

অন্যদিকে, বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম সামিম সর্দার। অল্পের জন্য হাতে গুলি লাগায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দুটি ঘটনার তদন্তেই নেমেছে জেলা পুলিশ।

Related Articles