Sambad Samakal

Mamata: উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি! মোকাবিলায় সেচমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল, কী জানালেন মুখ্যমন্ত্রী?

Jul 16, 2023 @ 6:11 pm
Mamata: উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি! মোকাবিলায় সেচমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল, কী জানালেন মুখ্যমন্ত্রী?

প্রবল বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার উত্তরবঙ্গে যাচ্ছে সেচমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। রবিবার নিজেই টুইট করে এ সংবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, “উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকালই সেখানে সেচমন্ত্রীর নেতৃত্বে একটি বিপর্যয় মোকাবিলা দল যাবে। নদীর জল বেড়ে গিয়ে রাস্তাঘাট প্লাবিত হয়ে গিয়েছে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। পুলিশ সুপার ও জেলাশাসকরা এসডিআরএফ ও এনডিআরএফের সহায়তায় জোর কদমে উদ্ধার ও ত্রাণকার্য চলছে। আমি ব্যক্তিগত ভাবে পরিস্থিতির ওপর নজর রাখছি। মুখ্যসচিব সমস্ত দিক তদারকি করছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সবরকমের কাজ চালাচ্ছে।”

Related Articles