Sambad Samakal

Shantanu Thakur: পাঁচ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়ার হুমকি শান্তনু ঠাকুরের! পাল্টা তৃণমূলের

Jul 16, 2023 @ 1:10 pm
Shantanu Thakur: পাঁচ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়ার হুমকি শান্তনু ঠাকুরের! পাল্টা তৃণমূলের

পাঁচ মাসের মধ্যেই ফেলে দেওয়া হবে তৃণমূল সরকার! ফের প্রকাশ্য সভায় দাঁড়িয়ে হুমকি দিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শনিবার সন্ধেয় গাইঘাটায় পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের সম্বর্ধনার আয়োজন করেছিল বিজেপি।

সেই সভায় শান্তনু বলেন, “পঞ্চায়েতে আমরা যা ভোট পেয়েছি, তার থেকে অন্তত ১০ গুণ ভোট পাওয়ার কথা ছিল। যদি এরা লুঠ না করত। তৃণমূল ভেবে নিয়েছে, ওরা চিরস্থায়ী। কিন্তু ওরা চিরস্থায়ী নয়। আগামী পাঁচ মাসের মধ্যে সরকার পড়ে যাবে। গ্যারান্টি দিয়ে আমি বলছি।”

পাল্টা তৃণমূলের দাবি, রাজ্য বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারে সঙ্গে চক্রান্ত করে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বিজেপি সাংসদের কথায় তা আবার প্রমাণ হয়ে গেল।

Related Articles